২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা

এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১৪। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে বঙ্গবন্ধু কোন ভাষায় ভাষণ দেন?
ক) ইংরেজি গ) হিন্দি
গ) বাংলা ঘ) ফরাসি
১৫। আজ বাংলার মানুষ মুক্তি চায়- বলতে কী বোঝানো হয়েছে?
ক) পাকিস্তানের শাসন থেকে মুক্তি
খ) তৎকালীন সরকারের শোষণ থেকে মুক্তি, গ) পাকিস্তানের শোষণ-নির্যাতন থেকে মুক্তি
ঘ) একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়
১৬। আওয়ামী লীগ কবে নিরঙ্কুশ বিজয় অর্জন করে?
ক) ১৯৭০ সালে খ) ১৯৭৪ সালে
গ) ১৯৬৯ সালে ঘ) ১৯৬৬ সালে
নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
লালন তাঁর আদর্শ প্রচার আরম্ভ করলে সমাজের স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়েন। ‘জাত গেল জাত গেল’ বলে সমাজের মানুষকে তারা ক্ষেপিয়ে তোলে। লালন শত অপমান সহ্য করে হাল না ছেড়ে মানুষকে অসাম্প্রদায়িকতার কথা বোঝাতে থাকেন এবং এক সময় সফল হন।
১৭। উদ্দীপকে বঙ্গবন্ধু চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে ওঠে, তা হলো-
i) সহিষ্ণুতা ii) স্বদেশপ্রেম
iii) নেতৃত্বের দৃঢ়চেতা মানসিকতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৮। উক্ত বৈশিষ্ট্যের কারণে-
ক) বাঙালিরা স্বাধীনতার ব্যাপারে নির্লিপ্ত ছিল, খ) আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, গ) কেবল হিন্দু-মুসলিম সম্প্রীতি গড়ে উঠেছিল
ঘ) মানুষ মুক্তির চেতনা লালন করেছিল
১৯। ‘কেউ আমাদের দাবায়ে রাখতে পারবে না’- কেন?
ক) দেশপ্রেম থাকায়
খ) দুর্গ গড়ে তোলায়
গ) মৃত্যুকে ভয় না করায়
ঘ) আন্দোলনে ঝাঁপিয়ে পড়ায়
২০। ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর সংশ্লিষ্টতা যে কাজে-
ক) রাজনীতি ও অন্দোলনে
খ) রাজনীতি ও দেশব্রতে
গ) দেশপ্রেম ও আন্দোলনে
ঘ) সংগ্রাম ও আপসহীনতায়
২১। বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণটি ছিল-
i) মুক্তি সংগ্রামের আহ্বান
ii) বৈষম্য থেকে মুক্তির আহ্বান
iii) সংগ্রাম পরিষদ গড়ার আহ্বান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
উত্তর : ১৪. গ, ১৫. গ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. গ, ২০. খ, ২১. ঘ।


আরো সংবাদ



premium cement
যশোরে আ.লীগের ১৬৯ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ অন্তর্বর্তী সরকারকে আরো ২ বছর সময় দিতে হবে : ভিপি নুর সতর্ক থাকুন, দেশকে কেউ যেন বিভক্ত করতে না পারে : মির্জা ফখরুল নিরাপদ বাংলাদেশ গঠনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ দফা দাবি আর্থিক অনিয়মের অভিযোগে রাবি অধ্যাপক আতাউরকে সাময়িক অব্যাহতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হলেন নাসিমুল গনি রাজশাহীতে রাজপাড়া থানার নতুন ভবন উদ্বোধন এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সাথে ইসির চুক্তি বাতিল সবার সহযোগিতায় দুর্নীতিমুক্ত ও ক্রিয়েটিভ বাংলাদেশ গড়তে চাই : শিশির মনির মিরসরাই পৌরসভার সাবেক মেয়রের ওপর হামলা ‘বিচারের পরেই আওয়ামী লীগ ফিরতে পারবে’

সকল